কাস্টমার ফিডব্যাক
আমাদের কাস্টমারদের অসাধারন কিছু ফিডব্যাক
5/5
নিহাল আহমেদ
শাম্পা দধি এন্ড সুইটস্ এর দই এবং মিষ্টি আমাদের শেরপুর, বগুড়া এর গর্ব। পুরা বাংলাদেশ এ এত ভালমানের দই , মিষ্টি এবং অন্যান্য খাবারের আইটেম আর কোথাও পাওয়া আমার জানামতে সম্ভব না।
5/5
এনামুল হক
আমি শাম্পা দধি এন্ড সুইটস্ এর দই গত কয়েকদিন আগে ক্রয় করেছি এবং বলতে চায় যে এখানকার দই আমার কেনা এখনকার দই এর মধ্যে সেরা। শাম্পা দধি এন্ড সুইটস্ এর পণ্যর মান এবং দাম দুইটায় আমাদের ক্রয় সীমার মধ্যে।
5/5
রিয়াদ হাসান
বগুড়ার বেষ্ট মিষ্টি আর দই ঘর, বাসার কারো জন্য নিলে এখান থেকেই কিনবেন।
5/5
মোঃ রিজভি
দই এবং মিষ্টি অনেক ভালো কুয়ালিটির ছিল । আপনারাও কিনে যাচাই করে দেখতে পারেন ।
5/5
বাঁধন
অর্ডার করে সময়মত প্রোডাক্ট পেয়েছি । দই অনেক ভালো ছিল, এবং প্যাঁকেজিং ও অসাধারন ছিল।
5/5
শ্যামন্তি হক
আমার প্রথম অনলাইনে অর্ডার ছিল , এবং আমি খুশি যে দই মিষ্টি সময়মত পেয়েছি । ধন্যবাদ শাম্পা দধি।