আমাদের সম্পর্কে
শাম্পা দধি এন্ড সুইটস্ উত্তরবঙ্গের সর্বশ্রেষ্ঠ সরাই দই প্রস্তুতকারক প্রতিষ্ঠান। গরুর খাটি দুধ দিয়ে তৈরি করা হয় আমাদের এই দই। আমাদের দই সম্পূর্ণ ভেজাল মুক্ত এবং স্বাস্থ্যকর পরিবেশে প্রস্তুত করা হয়। যে কোন অনুষ্ঠানে দই, মিষ্টি, ক্ষীরসা ও ঘী অর্ডার নেওয়া হয় যা কিনা আমাদের বিশেষত্ব। এর পাশে শেরপুর, বগুড়ায় অবস্থিত আমাদের দোকান আপনাদের সেবায় সর্বক্ষণ খোলা রাখা হয়।