সার্ভিস সমূহ
আমাদের বিশেষ কিছু সেবা
টাটকা এবং সুস্বাদু
আমাদের দই এবং অন্যান্য মিষ্টান্ন সামগ্রী অন্য সবার থেকে সেরা এবং সুস্বাদু। শাম্পা দধি এন্ড সুইটস্ সবসময় চেষ্টা করে যে গ্রাহকের কাছে সবথেকে টাটকা খাবার সরবারহ করার এবং যা কিনা আমরা করে আসছি।
দামে সাশ্রয় মানে ভাল
শাম্পা দধি এন্ড সুইটস্ এর প্রতিটি মিষ্টান্ন অনেক সাশ্রয়ী মূল্লে এখন আপনার হাতের নাগালে পাওয়া যাচ্ছে। আমাদের প্রটিটি মিষ্টান্ন অনেক সুলভ দামে এবং মান সবার থেকে আলাদা যা কিনা আমাদের সবার থেকে এগিয়ে রাখছে।
উন্নত মানের প্যাকেজিং
আমাদের প্যাকেজিং সবার থেকে উন্নত মানের যা কিনা আপনি আর কোথাও পাবেন না। এ ক্ষেত্রে আমরা সরবচ্চ কোয়ালিটি মেইনটেন করে থাকি।
অধিক পরিমাপ
শাম্পা দধি এন্ড সুইটস্ এর প্রতিটি পণ্য দামের তুলনায় অধিক মাত্রায় হয়ে থাকে। সুতরাং , আপনি আমাদের থেকে কোন পণ্য কিনে কখনও ঠকবেন না।
পুরা দেশে ডেলিভারির নেওয়ার সুবিধা
আমরা বিশেষ কিছু ক্ষেত্রে হোম ডেলিভারি করে থাকি। এ ছাড়াও আমরা পুরা বাংলাদেশ এ আমাদের পণ্য সবারহ করে থাকি। এ ক্ষেত্রে আপনি আমাদের সাথে যোগাযোগ এর মাধ্যমে ডেলিভারি নিতে পারেন।
বিশাল আয়োজন ব্যবস্থাপনা সম্পদানে
আমরা যেকোনো অনুষ্ঠান এবং আয়োজনে বিশাল সংখ্যক অর্ডার নিতে সক্ষম। আমাদের করিগরি দক্ষতা অন্য সবার থেকে আলাদা। সুতরাং। আয়োজন যত বড়ই হোক না কেন আমরা তা দিতে সক্ষম।